জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের অন্যতম নাটক “চুমকি চলেছে”

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন মার্কেটিংয়ে কাজ পেয়েছে। অভিজাত করপোরেট অফিস তার। যদিও মার্কেটিং নিয়ে ধ্যানজ্ঞান কম তার। অভিনয়ের প্রতিই বেশি ঝোঁক। মেহজাবীন তার অভিনয় প্রতিভা কাজে লাগান কর্মক্ষেত্রে।

যে কোনও কাজ অর্জনের জন্য চরম মিথ্যা গল্পের আশ্রয় নেন। সেটি কাজে না এলে উচ্চস্বরে কান্না শুরু করে দেন! তার কান্নায় মন গলে না, এমন মানুষ পাওয়া যাবে না।ঠিক এমনই এক চরিত্র নিয়ে এবারের ঈদে হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী। যিনি এর আগেও বৈচিত্র্যময় নানা চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ দিয়েছে মেহজাবীন। এবার তিনি অভিনয় করেছে মহিদুল মহিম পরিচালিত ‘চুমকি চলেছে…’ নাটকে। সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটি রচনা করেছে রুম্মান রশীদ খান।

নাটকে নাম ভূমিকায় অভিনয় করবে মেহজাবীন। তার বিপরীতে আছেন খায়রুল বাসার। যাকে নাটকে দেখানো হবে আমেরিকা প্রবাসী মেহজাবীনের প্রেমিক চরিত্রে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা মহিম বলেন, ‘গল্পের ভিন্নতা আছে। মেহজাবীন আপুর চরিত্রটি দারুণ মজার ও চ্যালেঞ্জিং। ঈদ আয়োজনে নাটকটি দর্শকদের মনে আলাদা জায়গা করবে বলে আমার ধারণা।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভির ব্যানারে নির্মিত হচ্ছে এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘চুমকি চলেছে ।

যে কোনও কাজ অর্জনের জন্য চরম মিথ্যা গল্পের আশ্রয় নেন। সেটি কাজে না এলে উচ্চস্বরে কান্না শুরু করে দেন! তার কান্নায় মন গলে না, এমন মানুষ পাওয়া যাবে না।ঠিক এমনই এক চরিত্র নিয়ে এবারের ঈদে হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী। যিনি এর আগেও বৈচিত্র্যময় নানা চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ দিয়েছে মেহজাবীন। এবার তিনি অভিনয় করেছে মহিদুল মহিম পরিচালিত ‘চুমকি চলেছে…’ নাটকে। সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটি রচনা করেছে রুম্মান রশীদ খান।

আরো পড়ুন

হোয়াটসঅ্যাপে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, সাবধান হোন, জেলও হতে পারে

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিতান্তই কম নয়, কোটি কোটি মানুষের কথোপকথনের একটি সেরা মেসেঞ্জার অ্যাপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *