জীবন বাজি রেখে গুহা থেকে সোনা উওোলন করেন শ্রমিকরা, তাদের কর্মযজ্ঞের ভিডিও তুমুল ভাইরাল।

নিজস্ব প্রতিবেদন:জীবনের তাগিদে আমরা অনেকে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে থাকি ।আমরা যে কাজই করি না কেন। আমাদের কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবন নিবারণ করার। অনেক কষ্ট করে দেশের মাটিতে কাজ করে । অনেককে আবার একটু ভালো জীবনের তালাশে ছুটে বেড়ায় এক স্থান থেকে অন্য স্থানে।কেউ আবার পাড়ি জমায় বিদেশের মাটিতে। তাদের জীবনের প্রথম লক্ষ্য হচ্ছে তাদের পরিবার একটু সুখের স্বাদ দেওয়া।

এই সুখের স্বাদ দিতে গিয়ে তাদের যেত ঝুঁকি থাকুক না কেন তারা সব মেনে নেয়। তাদের কোনো বাধা থাকে না এই কাজ করা নিয়ে ।তারা সব কাজ করে পরিবারের মানুষের জন্য। তাদের একটু ভাল রাখার আপ্রাণ চেষ্টা করে। অনেক মানুষ আছে যারা জীবনের যুদ্ধে অনেক কিছু হারিয়ে বসে। তারা তাদের প্রিয়জনের দুঃখ কষ্ট ভোলানোর জন্য সুখের আশায় বিদেশে তাদের পাড়ি জমায়। বিশেষ করে গ্রামের ছেলেরা পরিবারের কষ্টের জন্য বিদেশে যায় চাকরি খোঁজে।

তারা মূলত বেশিরভাগ যায় আরব আমিরাত দেশ গুলোতে। সেখানে তারা সাধারণ শ্রমিক হিসেবে কাজ করে। সেখানে শ্রমিক হওয়াটাও সহজ নয় । বিদেশে শ্রমিক হওয়ার জন্য আগে শারীরিক ফিটনেস থাকতে হবে । শ্রমিক হতে হলে অবশ্যই তাকে শারীরিক ফিটনেসের অধিকারী থাকতে হবে। শারীরিক অবস্থা ভালো না থাকলে সে শ্রমিক হিসেবে সেই দেশে কাজ করার জন্য যেতে পারবে না।

সেই সাধারণ শ্রমিক গুলো কাজ করে বিভিন্ন খনিতে । খনি থেকে তারা সোনা, রুপা,কয়লা ,তেল ইত্যাদি উত্তোলন করে থাকে। এই খনি গুলোতে কাজ করতে গেলে থাকে জীবনে ঝুঁকি। মেশিনের সাহায্যে সাধারণ শ্রমিকদের খনির ভিতরে নিয়ে যাওয়া হয় কাজে জন্য । অনেক সময় খনিতে ভূমিকম্পের সৃষ্টি হয়।সেই কম্পনের কারণে খনিতে অনেক সময় ভূমিধস হয়। ভূমিধস হওয়ার জন্য অনেক শ্রমিক সেই খনিতে মারা যায়।

তাদের ভাগ্য ভাল তারা সেই মৃত্যুপুরী থেকে বেরিয়ে আসতে পারে। তারা এই ঝুঁকি নিয়ে সোনার খনি থেকে সোনা উত্তোলন করে থাকে। শ্রমিকরা তাদের জীবনের ভয় না পেয়ে তাদের কাজ করে থাকে। তারা তাদেরকে ঝুঁকির মধ্যে রেখে খনির মধ্যে সোনা উত্তোলন করতে যায়। খনির মধ্যে যদি ভূমি ধসের মত কোনো ভয়াবহ পরিস্থিতি বিরাজমান করে তাহলে সেখানে থাকা সকল শ্রমিকের জীবন সংকটে পড়ে যায় ।

অনেক শ্রমিক মারা যায় সেই মৃত্যুকূপে। অনেক শ্রমিক বেচেঁ ফিরে সেই মৃত্যুকূপ থেকে ।প্রতিনিয়ত তাদের জীবন বাজি রেখে খনিতে প্রবেশ করতে হয়। তাদের এমন কাজের ধরন কয়েকজন শ্রমিক ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে তাদের করা ভিডিও টি ভাইরাল হয়ে যায়। সকলে তাদের কাজে প্রসংশা করেছে ।তাদের কে উৎসাহ প্রদান করছে।

আরো পড়ুন

বাচ্ছা ছেলেটি অসাধারন কায়দায় ধান ক্ষেতে মধ্যে বড়শির টোপ ফেলতেই লঙ্কা কান্ড। একের পর এক ছিপে আটকাতে পুচকের বরশিতে। পিচ্চি ছেলের এমন মাছ ধরা দেখে প্রশংসা নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন:ভারতীয় সমুদ্রে একেবারে উপকূলবর্তী অঞ্চল হওয়ায় বাংলাদেশ বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদের অধিকারী। বাংলাদেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *