হুড়মুড়িয়ে নামল সোনার দাম, ৩ মাসে সব থেকে সস্তা হল সোনা

সপ্তাহের তৃতীয় কর্মদিবসের শুরু হতেই গত তিন মাসের সর্বনিম্ন স্তরে গিয়ে দাঁড়াল সোনার দাম ! শুধুমাত্র সোনার দামই নয়,এদিন হলুদ ধাতুর সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর মূল্য। তবে শুধু ভারতীয় বাজারেই নয়,দেশীয় বাজারের সাথে পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাজারে মার্কিন মুদ্রাস্ফীতি সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশের পূর্বে এক আউন্স সোনার দাম গিয়ে ঠেকলো তিন মাসে সর্বনিম্ন স্তরে।

এমসিএক্স সূচক অনুযায়ী বুধবার 10 গ্রাম সোনার মূল্য ছিল 50,421 টাকায়। অন্যদিকে 0.5 শতাংশ কমায় প্রতি কিলোগ্রাম রুপোর দর ধার্য হয়েছে 61,028 টাকা। অন্যদিকে বিশ্ব বাজারের দিকে নজর রাখলে 0.3 শতাংশ কমে এক আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে 1832.06 ডলার।

সাথে পাল্লা দিয়ে 0.1 শতাংশ রুপোর দাম কমে এক আউন্স স্পট সিলভারের দাম দাড়িয়েছে 21.23 ডলারে। মার্কিন ডলার সূচক যেহেতু কুড়ি বছরের সর্বোচ্চ সীমায় ঘোরাফেরা করছে,সেই কারণে অন্যান্য মুদ্রাধারীদের কাছে কমছে সোনার চাহিদা।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক বুধবার দিনবাজার বন্ধের সময় কলকাতায় সোনা ও রুপোর দাম কেমন ছিল (জিএসটি ছাড়া)-
1) 24 ক্যারেট পাকা সোনা 10 গ্রাম- 52,050 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 51,750 টাকায়।

2) 22 ক্যারেট দশ গ্রাম গয়না সোনার দাম 49,400 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 49,100 টাকায়।

3) 22 ক্যারেট দশ গ্রাম হলমার্কযুক্ত গয়না সোনার দাম 50,150 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 49,850 টাকায়।

4)1 কিলোগ্রাম রুপোর বাট এর মূল্য যেখানে পূর্বে ছিল 62,150 টাকা তা বর্তমানে 61,600 টাকায় নেমে এসেছে।

5)1 কিলোগ্রাম খুচরা রুপার মূল্য 62,250 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 61,700 টাকায়।

আরো পড়ুন

হোয়াটসঅ্যাপে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, সাবধান হোন, জেলও হতে পারে

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিতান্তই কম নয়, কোটি কোটি মানুষের কথোপকথনের একটি সেরা মেসেঞ্জার অ্যাপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *