‘ঢাকায় পরপর দাওয়াতের চাপ আর নিতে না পেরে পালিয়ে এলাম কক্সবাজার আজ সকালের বিমানে। এখানেও নিস্তার নাই! পালংকিতে মারকাটারি আয়োজন। খাবারের সমুদ্র পেরিয়ে আর কোথায় পালাবো আমরা?’
নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এমনটাই লিখেছেন জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা, মীর আফসার আলী। বুধবার (৩০ মার্চ) সকালে ‘ফুডকা’ নামে একটি ভ্লগের কাজ করতে কক্সবাজার আসেন ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো মীরাক্কেল’র উপস্থাপক মীর ও তার সঙ্গীরা।
গণমাধ্যম থেকে জানা যায়, কক্সবাজার বিমানবন্দরে নেমেই প্রথমে মৎস্য অবতরণ কেন্দ্রে যায় ফুডকা টিম। সেখানে কিছু সময় কাটানোর পর কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক ধরে সবাই যান ইনানীর পালংকি রেস্টুরেন্টে। সেখানে তারা ৩০ আইটেমের সী ফিশ দিয়ে দুপুরের খাবার খান।
পালংকি রেস্টুরেন্ট সূত্রে জানা গেছে মীর ও তার সঙ্গীদের দুপুরের খাবারের জন্যই তারা এ আয়োজন করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্র্যাব গ্রীল ফিস, অক্টোপাস গ্রিল, স্কুইড গ্রিল, রূপচাঁদা গ্রিল, কোরাল বারবিকিউ, চিংড়ি গ্রিল, চিংড়ি ঝোল, লইট্টা ফ্রাই, স্টিম ফিস, সী ফুড সালাদ, পাহাড়ি মুড়ি, মাটন চুইঝালসহ আরও কিছু আইটমে।
বুধবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী।