বেতনের টাকা মেরে দেওয়ার অভিযোগ পরীমনির ড্রাইভারের

পরীমনির গাড়ি নিয়েও আলোচনা শুরু হয়েছে। ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকার টয়োটা হ্যারিয়ার (ঢাকা মেট্রো ঘ-১৫-৯৬৫৩) গাড়িটি চালাতেন নাজির হোসেন। তিনি জানিয়েছেন প্রতি মাসেই তার বেতনের তিন হাজার টাকা তিনি কম পেতেন।
চিত্রনায়িকা পরীমনির বিভিন্ন বিষয় নিয়ে গাড়িচালক নাজির হোসেনের সঙ্গে আলাপ হয়। এসময়ই তিনি এমন অভিযোগ করেন।

পরীমনির গাড়িচালক হিসেবে দুই মাস আগে নিয়োগ পান নাজির হোসেন। নাজিরের বেতন ১৮ হাজার টাকা হলেও তিনি পেতেন ১৫ হাজার টাকা। এমনকি তাকে ঈদের বোনাসও ঠিকমতো দেওয়া হয়নি।

‘আপনার বেতনের টাকা কে আত্মসাৎ করতো?’ এমন প্রশ্নের জবাবে নাজির হোসেন বলেন, পরীমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপু টাকা মেরে দিতেন। টাকার বিষয়ে সরাসরি পরীমনির সঙ্গে কথা বললে নাজিরের চাকরি থেকে বাদ দেওয়ার হুমকিও দেন দীপু। এ ছাড়াও এক মাসের বেতন এখনো পাননি বলে জানান তিনি।

বুধবার বনানীর বাসায় অভিযান চালিয়ে আলোচিত নায়িকা পরীমনি ও তার কথিত মামা মো. আশরাফুল ইসলাম দীপুকে গ্রেফতার করেন র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। পরদিন বনানী থানায় পরীমনি ও দীপুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‍্যাব

এর আগে গত ১ আগস্ট রাতে বারিধারার বাসা থেকে আ.টক করা হয় মডেল ও উপস্থাপিকা ফারিয়া মাহাবুব পিয়াসাকে। তার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, সিসা ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই মডেল মরিয়ম আক্তার মৌয়ের রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকেও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। এছাড়া, গত ৬ আগস্ট পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন

শিশু প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে বাবা মায়ের কিছু ভুলের কারণে

বাবা মায়ের সামান্য একটু ভুলের কারণে তার সন্তানকে আজীবনের জন্য কষ্ট করতে হয় এবং নিন্দা …