বৌমনি নামেই পরিচিত তিনি। যারা স্টারজলসায় খোকাবাবু ধা’রাবাহিকটি দেখতেন তাদের কাছে তিনি হলেন এক পরিচিত মুখ। এই বৌমণি হলেন রূপসা চক্রবর্তী। যারা ধা’রাবাহিক দেখতে পছন্দ করেন তারা মোটামুটি সবাই চেনেন এনাকে। নিজের অ’ভিনয় দক্ষতার মাধ্যমে মন জয় করে নিয়েছেন হাজার হাজার দর্শকের। পটল চেরা চোখ এবং মুখের অমলীন হাসি দিয়ে মন কেড়েছেন তিনি।
তার বাবা এবং জেঠুও অ’ভিনয় জগতের স’ঙ্গে যুক্ত। তবে তার অ’ভিনয় জগতে আসা মূলত স্বামী স্নেহাশিসের হাত ধরে। তিনি কখনোই ভাবেননি অ’ভিনয় জগতে আসার কথা। সংসার এবং ছেলেই ছিল তার মূল ফোকাস। কিন্তু জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন রূপসা তাই হঠাৎ করেই তিনি পা রাখেন অ’ভিনয় জগতে।
স্বামী এবং ছেলেকে নিয়ে তার সংসার। ধা’রাবাহিকের মতন বাড়িতেও সবার সব আবদার পূরণে সি’দ্ধ হস্ত তিনি। নিজের ছেলের স’ঙ্গে তার বোঝাপড়াও খুব ভালো। নিজের ছেলেকে ম্যা’ঙ্গো বলে ডাকেন তিনি। যেহেতু তিনি পরিবারের বড় মেয়ে তাই নিজের মায়ের আবদার পূরণে ও তিনি কোনো খামতি রাখেন না। সবসময় স্ট্রিক্ট ডায়েটের মধ্যে থাকলেও লুকিয়ে লুকিয়ে ল্যাংচা খেতে বেশ ভালোবাসেন এই অ’ভিনেত্রী। যদিও এই কথা তার ছেলে ম্যা’ঙ্গো একটি ইন্টারভিউতে জানায়।
নিজের পরিবারের সকলকে যেভাবে মাতিয়ে রাখেধ রূপসা ঠিক সেইভাবে পর্দাতেও তিনি একইরকম জনপ্রিয়। ধা’রাবাহিকের মধ্যমণি না হলেও পার্শ্বচরিত্রে করেছেন তিনি একের পর এক বাজিমাত। এতদিন ধরে বেশ কিছু ধা’রাবাহিকে ননদ,যা এবং বৌদির চরিত্রে অ’ভিনয় করতে দেখা গেছে তাকে। খোকাবাবু,কলের বউ, রাখী বন্ধন, বেনে বউ, দ্বীপ জে’লে যাই প্রভৃতি ধা’রাবাহিকে অ’ভিনয় করতে দেখা গেছে তাকে। মন্দার বন্দোপাধ্যায়ের পরিচালনায় একটি শর্টফিল্ম ‘অগোছালো’-তে অ’ভিনয় করতে দেখা গেছে তাকে। বর্তমানে জীবন সাথী ধা’রাবাহিকে তিনি অ’ভিনয় করছেন।
তিনি নিজের ইনস্টা হ্যান্ডেলে বেশ স্বক্রিয়। নানাধরনের ছবি ভিডিও পোস্ট করে তিনি নিজের অনুগামীদের মাতিয়ে রাখেন। ছেলেকে নিয়েও মাঝে মাঝে তাকে ভিডিও বানাতে দেখা যায়। তার অ’ভিনয়ে মুগ্ধ হয়ে তার অনুগামীরা ভিড় জমিয়েছেন তার ইনস্টা হ্যান্ডেলেও। তার ছবি এবং ভিডিওর কমেন্ট বক্সে সবসময়ই অনুগামীরা শুভেচ্ছা বার্তা জানান।