সোনার দামে বড় চমক, রেকর্ড দরের থেকে ৮,৫০০ টাকা সস্তা হল সোনালী ধাতুর দাম

গত বছরের আগস্ট মাসে ৫৬ হাজার ২০০ টাকা দাম ছিল সোনার, যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড দাম। তবে এমসিএক্স অনুযায়ী, আজ ০.৪৪ শতাংশ বেড়েছে সোনার দাম। ১০ গ্রামে ৪৭৭৮৮ টাকা হয়েছে আজ। আবার অন্য দিকে রুপোর দামও ১.২৪ শতাংশ বেড়েছে। রুপোর প্রতি গ্রামের দাম বেড়ে ৬৭২১০ টাকা হয়েছে। অর্থাৎ হিসেব অনুযায়ী, সর্বকালীন রেকর্ড দাম থেকে সোনা এখনও ৮৪১২ টাকা সস্তা ৷

তবে সোনা ও রুপোর দাম নিয়ে অনেকের মনেই সংশয় থাকে। এবার সেই সংশয়ও দূর করার উপায় আছে আপনাদের জন্য। আপনারা খুব সহজেই বাড়িতে বসে দেখে নিতে পারবেন সোনা ও রুপোর দাম। দাম জানার জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিস কল করতে হবে। এই মিস কল দেওয়ার পর আপনার ফোনে একটি মেসেজচলে আসবে। সেই মেসেজই আপনার সামনে সোনার ও রুপোর একেবারে কারেন্ট দামটি দেওয়া থাকবে।

এবার আপনার মনে একটি প্রশ্ন আসতেই পারে যে, সোনার দাম নয় জানা গেলো। কিন্তু সোনা ঠিক কতটা খাঁটি তা কিভাবে বোঝা যাবে? এই প্রশ্নের উত্তরেও আপনার জন্য আছে সুখবর। BIS Care app নামে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই অ্যাপে সোনার শুদ্ধতা যাচাই করা যাবে। তবে আবার শুধু এতটুকুতেই থেমে নেই। এই অ্যাপের মাধ্যমে আপনার কাছে থাকা সোনা সংক্রান্ত যেকোনো অভিযোগ আপনি তুলেও ধরতে পারবেন।

৮ গ্রাম সোনালী ধাতুর দাম হয়েছে ৩৭,৯৬০ টাকা কমেছে মাত্র ২০০ টাকা।

১০ গ্রাম সোনালী ধাতুর দাম হয়েছে ৪৭,৪৫০ টাকা, কমেছে মাত্র ২৫০ টাকা।

১০০ গ্রাম সোনালী ধাতুর দাম হয়েছে ৪,৭৪,৫০০, কমেছে মাত্র ৭০০ টাকা

এবার আসা যাক, ২৪ ক্যারট সোনার দামের ওপর কতটা প্রভাব পড়ল:

২৪ ক্যারাট এ ধাতুর ১ গ্রামের দাম ৫,০১৫ টাকা, কমেছে ৫ টাকা।

আগের থেকে ৪০ টাকা কমেছে ৮ গ্রামের দাম, নতুন দাম হয়েছে ৪০,১২০ টাকা।

৫০ টাকা কমে, ১০ গ্রামের দাম ৫০,১৫০ টাকা হয়েছে।

এছাড়াও আগের থেকে ৫০০ টাকা কমেছে ১০০ গ্রামের দাম। নতুন দাম হয়েছে ৫,০১,৫০০ টাকা।

আরো পড়ুন

হোয়াটসঅ্যাপে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, সাবধান হোন, জেলও হতে পারে

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিতান্তই কম নয়, কোটি কোটি মানুষের কথোপকথনের একটি সেরা মেসেঞ্জার অ্যাপ …