মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আবার টানা ৩ দিন কমলো সোনার দাম, জেনে নিন নতুন বাজারদর

নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আবার টানা ৩ দিন কমলো সোনার দাম, জেনে নিন নতুন বাজারদর- আবার কমলো সোনার দাম (The price of gold)। ভারতীয় বাজারে এবার পরপর ৩ দিন সোনার দাম পরলো। ২২ ক্যারেট সোনার (Gold) ১০ গ্রামের আজকের দাম ৪৮,৪৮০টাকা।

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের মূল্য ৫১,১৮০ টাকা। সোনার পাশাপাশি কমেছে রুপোর (Silver) মূল্যও কলকাতার বাজারে আজকে ১ কেজি রূপোর দাম ৭১,৯০০ টাকা। সোনার দামে ওঠানামা লেগে আছে, তারই সাথে নামছে উঠছে রুপোর দামেও।

করোনা পরিস্থিতেতে অগ্নিমূল্যর বাজারে সোনার দামের ওঠানামায় নাভিশ্বাস মধ্যবিত্তের। আন্তজার্তিক বাজারে (International market) দাম কমছে সোনার, আর যার জেরে ভারতীয় বাজারেও পড়লো সোনার দাম।

সোনার দামের নামাওঠায় সোনা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নাজেহাল। গত বছর করোনা পরিস্থিতিতে আকাশ ছুঁয়েছিল সোনার দাম, তবে চলতি বছরে ধীরে ধীরে কমতে শুরু করেছে সোনার মূল্য। দেশের অন্যান্য

মেট্রো শহর (Metro city) গুলির পাশাপাশি কলকাতাতেও (Kolkata) কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে অনেকটাই কমেছে সোনার দাম তবে বিশেষজ্ঞদের মতে যদি এক আউন্স সোনার দাম ১,৮৪০ ডলারের নীচে নামে তবে একেবারে দুর্বল হয়ে পড়বে সোনার বাজারদর।

আরো পড়ুন

হোয়াটসঅ্যাপে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, সাবধান হোন, জেলও হতে পারে

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিতান্তই কম নয়, কোটি কোটি মানুষের কথোপকথনের একটি সেরা মেসেঞ্জার অ্যাপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *