হু হু করে প্রায় প্রতিদিনই কমছে সোনার দাম

২০২০ সালের আগস্টে সোনার দাম (gold price) ৫৬ হাজারের গণ্ডি পার করে গেলেও, ২০২১ সালে কিন্তু ভারী পতন দেখা গিয়েছে স্বর্ণ বাজারে। ফেব্রুয়ারী মাসের প্রথম দিন বাজেট পেশ করার পর থেকেই ক্রমাগত নেমে চলেছে সোনার দাম।

এখন ৪৬ হাজারের ঘরে দাঁড়িয়েছে সোনার দাম। দামের এই ভারী পতন সোমবার বিকেল সাড়ে ৫ টা অবধি বেশ ভালো ভাবেই লক্ষ্য করা গেল।

সোনার দাম কলকাতায় আজকে সোনার দাম (today’s gold price) রয়েছে ৪৬ হাজারের ঘরে। গহনা সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম আজকে দাঁড়িয়েছে ৪৬৭৬০ টাকা প্রতি ১০ গ্রামের এবং ১ গ্রামের দাম হচ্ছে ৪৬৭৬ টাকা।

অন্যদিকে দিল্লীতে আজ বেশ খানিকটা কম দাম রয়েছে কলকাতার তুলনায়। ১ গ্রাম সোনার দাম ৪৬২০ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৬২০০ টাকা।

ভারতের মধ্যে সর্বাধিক কম দাম দেখতে পাওয়া যায় ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, কেরালা সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ১ গ্রাম গহনা সোনার দাম দাঁড়িয়েছে ৪৪০৬ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৪০৬০ টাকা।

এদিকে আবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৪৬ টাকা এবং দিল্লীতে ৫০৪০ টাকা।

আরো পড়ুন

হোয়াটসঅ্যাপে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, সাবধান হোন, জেলও হতে পারে

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিতান্তই কম নয়, কোটি কোটি মানুষের কথোপকথনের একটি সেরা মেসেঞ্জার অ্যাপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *