সোনার দামে বিশাল পতন, দুর্বল টানা ৩ দিন

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব বাজারে দুর্বল সোনা। তার রেশ ধরে টানা তিনদিন ভারতীয় বাজারে জোর পেল না হলুদ ধাতু। ম’ঙ্গলবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম মাত্র ০.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬,৪৬৪ টাকা। গত দু’দিন অবশ্য কমেছিল সোনার দর। অন্যদিকে এক কিলোগ্রাম রুপোর দর ০.২ শতাংশ বেড়ে হয়েছে ৬৬,৩০০ টাকা।

গত সেশনে সোনার দাম ০.৪১ শতাংশ কমেছিল। রুপোর পতন আরও বেশি ছিল। ১.৩ শতাংশ কমে গিয়েছিল রুপো। সার্বিকভাবে গত স’প্ত াহে সোনার দাম প্রায় ১,২০০ টাকা বৃ’দ্ধি পাওয়ার পর চলতি স’প্ত াহে হলুদ ধাতু তেমন জোর পায়নি। জিয়োজিতের তরফে জানানো হয়েছে, এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনা সাহায্য পাচ্ছে ৪৫,১৮০ টাকায়। আর ৪৭,২০০ টাকায় বাধা পাচ্ছে।

চলতি মাসের শুরুতে সোনার দাম প্রায় এক বছরের সর্বনিম্ন স্তরে (১০ গ্রামের দাম ৪৪,১০০ টাকা) পৌঁছে গিয়েছিল। চলতি বছরেই ১০ গ্রাম সোনার দর প্রায় ৩,৫০০ টাকা কমেছে। গত বছর অগস্টে অবশ্য রেকর্ড ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল ১০ গ্রাম সোনা। সেই পরিস্থিতি থেকে আপাতত ১০ গ্রাম সোনার দাম ১০,০০০ টাকার মতো কম আছে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বাজারে সোনার দুর্বল দৌড়ে আপাতত জারি থাকবে।

অন্যদিকে, বিশ্ব বাজারে পড়েছে হলুদ ধাতুর দর। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭২৮.১৫ ডলার। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে দাম পড়েছে রুপো এবং হিরে। এক আউন্স রুপোর দাম ০.৬ শতাংশ কমে হয়েছে ২৪.৬৯ ডলার।

আরো পড়ুন

হোয়াটসঅ্যাপে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, সাবধান হোন, জেলও হতে পারে

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিতান্তই কম নয়, কোটি কোটি মানুষের কথোপকথনের একটি সেরা মেসেঞ্জার অ্যাপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *