নিজস্ব প্রতিবেদন: বর্তমান যুগে সবাই একজন মনের মতো গার্লফ্রেন্ড চায়। কেউ কেউ লোক দেখানোর জন্যে,আবার কেউ কেউ সত্যিকারের সারাজীবনের জন্যে একজনের সন্ধানে থাকে।
কিন্তু গার্লফ্রেন্ড জোটানো তো সোজা কাজ নয়! এর জন্যে অনেক মেহনত লাগে। মনের মিল লাগে। অনেক সময় মনের অমিলের জন্যে সম্পর্ক তাড়াতাড়ি ভেঙ্গে যায়। তখন খুব দুঃখী হয়ে পড়ে সবাই।
কিন্তু আপনি যদি এমন একটা কিছু পান যা সম্পূর্ণ আপনার নির্দেশে চলবে? আপনি যা বলবেন ঠিক তাই তাই হবে? চমকে যাচ্ছেন তো??
ব্যাচেলরদের দুঃখ ঘোচাতে চিন নিয়ে এসেছে একটি ‘এআই ওয়াইফ’ অর্থাত্ রোবট বধূ। যে আপনার সমস্ত আশা আকাঙ্খাকে পূরণ করবে এবং আপনার ঘরের সব কাজ ও করে দেবে। বিয়ে না করে ব্যাচেলর হওয়ার যন্ত্রনায় চীনের যে সমস্ত পুরুষ দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্যই এলো এই নতুন প্রযুক্তি।
এটি আসলে একটি সেক্স রোবট কিন্তু কথা মতো ঘরের কাজ এবং আপনার খেয়াল রাখতেও এটি সমান ভাবে পারদর্শী। আপনার সঙ্গিনীর চাহিদা মেটাবে এই নয়া প্রযুক্তি এমনটাই দাবি বিজ্ঞানীদের। তবে এরজন্য আপনাকে ভারতীয় টাকায় প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি খসাতে হবে।