দাফনের পরদিন ক’বরের ওপর পড়ে আছে কিশোরীর লা”শ!

নিজস্ব প্রতিবেদন: সাতক্ষীরার শ্যামনগরে তানজিমা পারভীন (১৫) নামে এক ক্যান্সার আক্রান্ত কিশোরী মারা যায়। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) তাকে দাফন করা হয়। কিন্তু আজ শুক্রবার (২৭ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা এসে দেখেন, তার লাশ কবরের ওপর পড়ে আছে। শ্যামনগরের কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিদয়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে তানজিমা পারভীন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্য ‍হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের খোরশেদ সরদারের মেয়ে তানজিলা খাতুন মুন্নি (১৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা যায়। তার লাশ দাফন করা হয় নিদয়া গ্রামে পারিবারিক গোরস্থানে।

আজ সকালে বাড়ির লোকজন ও গ্রামবাসী দেখতে পান মুন্নির মরদেহের একাংশ মাটির উপরে রয়েছে। সেখানে বাঁশ ও মাটিও ছড়িয়ে রয়েছে। এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে শ্যামনগর থানা পুলিশকে জানানো হয়। ফের পারিবারিকভাবে তাকে একই স্থানে দাফন করা হয়।

এ ব্যাপারে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) খবীর জানান, কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

আরো পড়ুন

হোয়াটসঅ্যাপে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, সাবধান হোন, জেলও হতে পারে

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিতান্তই কম নয়, কোটি কোটি মানুষের কথোপকথনের একটি সেরা মেসেঞ্জার অ্যাপ …