সোনার দামে মেগা পতন! দেশজুড়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ২১ হাজার টাকা সস্তা –

নিজস্ব প্রতিবেদন: এই সময় ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জের। মাত্র এক দিনের মধ্যেই ফের অনেকটা সোনার দাম নীচে নেমে এল। এদিনও সঙ্গী হল রুপো। উল্লেখ্য, বৃহস্পতিবার রুপোর দাম কমলেও সোনার দাম সামান্য বেড়েছিল। কিন্তু এর ২৪ ঘণ্টার মধ্যেই পদস্খলন হল সোনালি ধাতুর। আর এবার গত কয়েক দিনের মধ্যে রেকর্ড পরিমাণে কমল দাম। যার ফলে দীর্ঘদিন পরে ৪৫ হাজারের ঘরে নেমে এসেছে ১০ গ্রাম গিনি গয়না।

কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রতিদিনের সোনার বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (WBBMJA)। সংগঠনটির বক্তব্য অনুসারে, শহর ও শহরতলির অধিকাংশ গয়নার দোকান তাদের দেওয়া দরের উপরে ভিত্তি করে,

মূল্য নির্ধারণ করে। WBBMJA-র তথ্য অনুসারে, শুক্রবার কলকাতা শহরে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ৬০০ টাকা থেকে ৬৫০ টাকা।

যার ফলে খাঁটি সোনার দাম হয়েছে ৪৮ হাজার ৫০ টাকা। আর গিনি সোনার দাম ৪৫ হাজার ৬০০ টাকা ছিল এদিন। আর ৪৬ হাজার ৩০০ টাকায় গিয়ে থেমেছে ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম। অন্যদিকে, প্রতি কিলোগ্রাম রুপোর বারের দাম কমেছে ৩০০ টাকা। এদিন সন্ধ্যায় বাজার বন্ধ হওয়ার সময় সোনা এবং রুপোর দর কী ছিল, এক নজরে দেখে নেওয়া যাক।

পণ্য দাম
খাঁটি সোনা (২৪ ক্যারাট): ৪৮,০৫০ টাকা/ ১০ গ্রাম
গিনি সোনা (২২ ক্যারাট): ৪৫,৬০০ টাকা/ ১০ গ্রাম
হলমার্ক গয়নার সোনা (২২ ক্যারাট): ৪৬,৩০০ টাকা/১০ গ্রাম
রুপোর বার: ৬৮,৭০০ টাকা/কিলোগ্রাম

আরো পড়ুন

হোয়াটসঅ্যাপে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না, সাবধান হোন, জেলও হতে পারে

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা নিতান্তই কম নয়, কোটি কোটি মানুষের কথোপকথনের একটি সেরা মেসেঞ্জার অ্যাপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *